গনোরিয়া কি?
গনোরিয়া একটি যৌন রোগ। ইংরেজীতে sexually transmitted disease (STD) বলে। গনোরিয়া জীবাণুর নাম “Neisseria gonorrhoeae bacterium (নিশেরিয়া গনোরি)” ।
গনোরিয়া কোথায় আক্রমণ করে?
গনোরিয়া মহিলাদের প্রজনন তন্ত্র, সারভিক্স, জরায়ু ও ফলোপিয়ান টিউবের মিউকাস মেমব্রেন আক্রমন করে। এবং মহিলা ও পুরুষদের মূত্রনালী আক্রমন করে। এছাড়া গনোরিয়া মুখ, গলা, চোখ এবং মলদ্বারের মিউকাস ঝিল্লিকেও সংক্রমিত করতে পারে।
গনোরিয়া কি সংক্রামক রোগ?
গনোরিয়া একটি সংক্রামক রোগ। এমেরিকাতে ২০১৮ সালে 1.6 million মানুষ এর দ্বারা আক্রান্ত হয়েছিল।
কিভাবে গনোরিয়া ছড়ায়:
গনোরিয়া ছড়ায় যৌন মিলন, পূং লিঙ্গ, মহিলাদের যৌনাঙ্গ, মানুষের মুখ, মলদ্বার এসবের মাধ্যমে। এককথায় মৌন মিলনের মাধ্যমে।
আর যদি পিতা-মাতার উভয়ের বা একজনের থাকে তাহলে সন্তানের অবশ্যই হবে। তাই গনোরিয়া আরোগ্য না করে সন্তান নেওয়া থেকে বিরত থাকতে হবে।
গনোরিয়ার লক্ষণ কি কি?
১) পুরুষদের অন্ডোকোষে ব্যথা বা টেস্টিকুলার পেইন হয়।
২) প্রসাবের সাথে সবুজ, হলুদ ও সাদা পূজা আসা।
৩) পুরুষ ও মহিলাদের প্রস্রাবের সময় জ্বালা করে।
৪) পূরুষ এবং মহিলাদের যৌনাঙ্গ দিয়ে পুঁজ নির্গত হয়।
৫) মহিলাদের তলপেটে ব্যথা হয়।
৬) গায়ে পোড়া ক্ষতের মতো ফোষ্কা হতে পারে।
চিকিৎসা:
হোমিওপ্যাথিতে এর সাইড এফেক্ট ফ্রি এবং দ্রুত কার্যকরি ভালো সমাধান বা আরোগ্য রয়েছে।
কিভাবে গনোরিয়া থেকে দূরে থাকা যায়?
অবৈধ যৌনমিলন বা জিনার গুনাহ থেকে বিরত থাকুন। আর বিবাহিত হালাল সঙ্গী বা সঙ্গিনীর ক্ষেত্রে সে এই রোগে আক্রান্ত কি না তা জেনে মৌন মিলন করুন।
সবাই সুস্থ থাকুন। যাঝাক আল্লাহ খইর।

