অতি খরা ও গরম, অতি বৃষ্টি, বন্যা বা জলোচ্ছ্বাস, অতি ঠান্ডা, ঝড়, সুনামি থেকে বাচার উপায়!

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যেকোনো দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশে ১৫ দশমিক ৫৮ ভাগ বনভূমি রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বলতে বোঝানো হয়- অতি খরা যার ফলে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে বেড়ে যায়, প্লাবন বা বন্যা, অতি বৃষ্টি, ঝড়, সুনামি, অতি ঠান্ডা, শিলা বৃষ্টি, ভূমিকম্প, বাতাসে নাইট্রোজেন এর পরিমান বেড়ে যাওয়া, বাতাসে কার্বন ডাইঅক্সাইড এর পরিমান বেড়ে যাওয়া, ওজন স্তর ক্ষতিগ্রস্ত হ‌ওয়া, ইত্যাদি।
তাই এই অসহ্য গরম থেকে বাচতে ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে গাছ লাগান বনায়ন করুন।

আসুন সামনে বর্ষার সিজনে আপনার আমার আয়ের কিছু অংশ দিয়ে সাধ্যমত বনায়ন করি।

Leave a comment