দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। কেন বলছি? নিচের রিপোর্টগুলো একটি বালিকার যার বয়স মাত্র ১৪ বছর। মেয়েটি পারিবারিক সমস্যার কারণে Anxiety তে ভুগছে। মেয়েটির প্রধান সমস্যা পেটে ব্যাথা। প্রথমে আমি লক্ষণ অনুযায়ী ভেবেছিলাম এপেন্ডিসাইটিস হয়েছে। সেইজন্য এই রিপোর্টগুলো করতে দেই। রিপোর্ট অনুযায়ী মেয়েটার কোন Appendicitis এর সমস্যা নেই। কিন্তু মেয়েটার প্রস্রাবে অর্থাৎ Urine infection এবং Blood infection, Allergy হয়েছে এবং May indicate mild infection or inflammation. Slightly abnormal and may suggest early signs of anemia and inflammation. In future she will be animic patient অর্থাৎ আস্তে আস্তে মেয়েটি রক্তশূন্যতায় পড়তে শুরু করেছে।
এখন আমাদের হোমিওপ্যাথি ফিলোসফি অনুযায়ী অনেক সময় রোগের উৎপত্তি হয় মন থেকে এটা তার বড় প্রমাণ কারণ হচ্ছে এই Patient এর USG রিপোর্ট অনুযায়ী বিভিন্ন Organ যেমন Liver, Kidney, Spleen, Uterus, Gall bladder, Ovary, Urinary bladder etc. is well বা ভালো। তাহলে প্রশ্ন হচ্ছে কেনো patient এর ব্লাডে এই পরিবর্তনগুলো হোলো? এর উত্তর প্রথমে আমি দিয়েছি আর তা হলো দুশ্চিন্তা। মেয়েটি দুশ্চিন্তার জন্য খাবারও খেতে পারে না। আমি তার চোখে পানি দেখলাম আর দেখলাম একটা সমাধান হীন পারিবারিক সমস্যার দুশ্চিন্তার সমুদ্র যেটা এই মাত্র ১৪ বছর বয়সী মেয়েটাকে শেষ করে দিচ্ছে। আমি তাকে হোমিওপ্যাথির নীতি অনুযায়ী মেডিসিন দিলাম এবং কিছু মেন্টাল সাপোর্ট/এডভাইস বা সাইকোলজিক্যাল সাপোর্ট/এডভাইজ দিলাম। আশা করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, কিন্তু এই পেশেন্টটির সুস্থতা অনেকটা নিজের উপরও ডিপেন্ডে করছে।





